নতুন কুড়িঁ নিউজ” হবিগঞ্জের বাহুবলে হুফুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী হৃদয় নামে এক ভাই পুত্রের বিরুদ্ধে,এ ঘটনায় গত সোমবার রাতে ভাই পুত্র জুবেদ আহমেদ হৃদয়(১৯) কে আটক করেছে বাহুবল থানা পুলিশ।ঘটনাটি ঘটেছে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের স্বর্ণরেখ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের স্বর্ণরেখ গ্রামের দিনমজুরের কন্যা মিরপুর বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির সাবেক ছাত্রী প্রতিবেশী ভাই পুত্র হৃদয় কর্তৃক ধর্ষণের স্বীকার হয়েছেন,এমন অভিযোগ করেছেন ধর্ষিতার বোন ও তার পরিবার,ফাতেমা আক্তার বলেন আমরা দিনমজুর মানুষ, ছোট বোনকে বাড়িতে রেখে আমরা কাম-কাজে থাকি,এ সুবাদে স্বর্ণরেখ গ্রামের কুদরত আলীর ছেলে মোঃ জুবেদ আহমেদ হৃদয় প্রায়ই আমাদের পুরুষ শূন্য বাড়িতে যাওয়া আসা করতো,এক পর্যায়ে হৃদয় আমার বোন ও তার সম্পর্কে হুফুকে একা ঘরে পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে,এ ঘটনাটি আমাদের কাছে গোপন রাখে ঐ স্কুল ছাত্রী,গত ১৮ জানুয়ারী তার পেটে ব্যথা শুরু হলে তাকে ২২ জানুয়ারী হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়,
সেখানে পরীক্ষা নিরীক্ষার পর এ ঘটনাটি প্রকাশ পায়।
এ ঘটনার সংবাদ পেয়ে সোমবার বাহুবল মডেল থানার এস আই ফুয়াদ আহমেদ একদল পুলিশ নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাৎক্ষণিক হৃদয় আহমেদকে আটক করে থানায় নিয়ে আসেন,থানায় আটক হৃদয় আহমেদ বলেন আমি ষড়যন্ত্রের শিকার।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।