নিজস্ব প্রতিনিধি” মিরপুর প্রেসক্লাবের কার্যকরি কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে দৈনিক জাতীয় অর্থনীতির কাগজ বাহুবল উপজেলা প্রতিনিধি সমুজ আলী রানাকে পুনরায় সভাপতি ও দৈনিক লোকালয় বার্তার নির্বাহী সম্পাদক সৈয়দ মাহমুদ জামিলকে সাধারণ সম্পাদক মনোনীত করে পূর্ণ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলেরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নূরুল আমিন শাহজাহান, সহ-সভাপতি আব্দুল হান্নান নানু, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ আহমেদ ও সৈয়দ মোহাম্মদ আলী বসনী, অর্থ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা শৈবাল, প্রচার সম্পাদক নুর উদ্দিন সুমন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম.সাইফুর রহমান।
কার্যকরি কমিটির নির্বাহী সদস্যগণ হলেন, সিনিয়র সাংবাদিক মোঃ জাবেদ আলী, সিদ্দিকুর রহমান মাসুম, শেখ আনিসুর রহমান ও মোঃ হাবিবুর রহমান।