নতুন কুড়িঁ নিউজ” ফের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। খবরটি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
খ্যাতনামা এই অভিনেতার পারিবারিক একটি সূত্র জানায়, সম্প্রতি করোনা পরীক্ষা করান আসাদুজ্জামান নূর। রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে।
এরপর গতকাল সোমবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে তিনি আপাতত শারীরিকভাবে সুস্থ। গোলাম কুদ্দুছ বলেন, ‘নূর সাহেবের শারীরিক অবস্থায় কোনো জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সচেতনতার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। মূলত চেকআপের জন্য। ভয়ের কিছু নেই।
উল্লেখ্য, জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য আসাদুজ্জামান নূর নমুনা জমা দেন। এরপরই রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়। এর আগে ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। তখন কদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।