নতুন কুড়িঁ নিউজ” কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন ৯৩ বছর বয়সে রবিবার সন্ধ্যায় বিয়ে করে তার আবাসিক এলাকা ছোটরায় সাড়া ফেলে দিয়েছেন। আদালতের কাছেই ছোটরা। কনে মিনারা বেগমের পিত্রালয় ব্রাহ্মণবাড়িয়ায়; তবে কুমিল্লা নগরীর দেশওয়ালী পট্টিতে তাদের বাসা আছে। মিনারা বেগমের বয়স ৪০।
ইসমাইল হোসেনের পাঁচ ছেলে ও এক মেয়ে। ৫৩ বছরের ছোট নারীকে বিয়ে করার ছবি ফেসবুকে দেখে অনেকেই নানারকম মন্তব্য করছেন। অনেকে আবার বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। বলছেন, পাঁচ বছর আগে স্ত্রী মাহমুদা বেগমের মৃত্যুর পর থেকে নিঃসঙ্গতায় জর্জর ইসমাইল ‘মুক্তি’ খুঁজছিলেন।
কুমিল্লা আদালতের আইনজীবী আনিসুর রহমান মিঠু বলেন, শুনেছি ইসমাইল স্যারের জুনিয়র অ্যাডভোকেট মিতুর বাসায় এ বিয়ে হয়েছে। আরেক আইনজীবী কাজী আসিফ বলেন, ইসমাইল সাহেব এখনো আদালতে প্র্যাকটিস করেন।
অনেক আগে স্ত্রী মারা গেছেন। তিনি একাকিত্ব থেকে মুক্তি পেতে বিয়ে করেছেন বলে শুনেছি।
অ্যাডভোকেট ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন বলেন, ‘বাবার বিয়ে সম্পর্কে আমরা কিছু জানতাম না। আজ দুপুরে শুনেছি তিনি নতুন বউ নিয়ে বাসায় এসেছেন। ’ অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।