এম.মুজিবুর রহমানঃনবীগঞ্জ থেকে: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি বালুখেকো চক্র অবৈধভাবে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে নদীথেকে বালু উত্তোলন করে আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত হয়েছে৷ এতে কুশিয়ারা পাড়ের অনেক নদীগর্ভে বিলীন হচ্ছে, এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনকনড়ে প্রশাসনের, এরই প্রেক্ষিতে
আউশকান্দি ইউনিয়নে পারকুল এলাকায় কুশিয়ারা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৬ ধারা লংগনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ হায়দার আলী (৩৮), গ্রাম-হামর কোনা, ডাক- আফরোজগঞ্জ, উপজেলা- মৌলভীবাজার, জেলা – মৌলভীবাজার নামের ১ ব্যক্তিকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
১৬ জানুয়ারী,রবিবার সকাল ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ। এসময় এস আই গৌতম সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন যে করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।