আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বিগত ২ জানুয়ারি থেকে বাহুবল উপজেলার ৭ টি ইউনিয়নে মনোনয়ন ফরম জমা প্রদান করেন প্রার্থীরা, আজ ছিলো প্রত্যাহারের শেষ দিন।
স্থানীয় নির্বাচন অফিসের মাধ্যমে জানা যায় ১৩ জানুয়ারি ৭ টি ইউনিয়নের মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন, উল্লেখ যোগ্য ইউনিয়ন হলো ২ নং পুটিজুরীর চেয়ারম্যান প্রার্থী (১)খন্দকার আমজাদ হোসেন (হারিছ) (২) আব্দুল মান্নান ৩নং সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (১) সৈয়দ এনামুল হক ( এনাম) ৪নং বাহুবল সদরে (১) মোছাঃ ছালেহা আক্তার, (২) মোঃ জামাল মিয়া, ৭ নং ভাদ্বেশর ইউনিয়নের মুতাছির মিয়াসহ, সাত ইউনিয়নের আরো সাত মেম্বার প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করেন, ৪ নং বাহুবল সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার আব্দুল মালেক, ২নং পুটিজুরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাইফুর রহমান (আজাদ) ৭ নং মোঃ মানিক মিয়া, ৮ নং হাফেজ আব্দুল কাদির, সাতকাপন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবু সামা, স্নানঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওয়াসিম মিয়া, ভাদ্বেশর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আব্দুল আজিজ মিয়া মনোনয়ন প্রত্যাহার করেন।
উল্লেখ যোগ্য এ-ই যে বাহুবলের ইউনিয়ন পরিষদের নির্বাচন মোট ৪৮১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা প্রদান করলেও আজ ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম প্রত্যাহার করেন ।