জুবায়ের আহমেদ, বাহুবল(হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ মাজু মিয়া(৪৫) বিষপানে আত্মহত্যা করেছেন,গত বৃহস্পতিবার ৬ জানুয়ারী রাত প্রায় ১১ টার দিকে উপজেলার আশাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,মেম্বার মাজু মিয়া কিছুদিন যাবত ঋণ ও পারিবারিক সমস্যায় ভুগছিলেন, বৃহস্পতিবার রাতে তিনি বিষপান করে অসুস্থ হয়ে পড়লে পরিবার ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাত ১টার দিকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন,এসময় মেম্বার মোঃ মাজু মিয়ার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন,মেম্বার মাজু মিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ৮ জানুয়ারী সকাল প্রায় ৭ টার দিকে মারা যান। মেম্বার মাজু মিয়া আশাতলা গ্রামের মৃত মোঃ চান মিয়ার ছেলে,তিনি ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।
মেম্বার মোঃ মাজু মিয়ার মৃত্যুতে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য সহ বিভিন্ন জনপ্রতিনিধি শোক প্রকাশ করেছেন।