এফ আর হারিছ, বাহুবল থেকেঃ পুটিজুরীতে আলোচিত ফারিয়াব হত্যা মামলার প্রধান আসামি খালেদ আখঞ্জীকে গ্রেফতার করেছে বাহুবল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বাহুবল মডেল থানার এস আই নাজমুল এর নের্তুত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহযোগীতায় কুলাউরা উপজেলার কর্মদা গ্রাম থেকে আজ ভোর ৪.৪০ টায় তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চক-সুখচর গ্রামের মৃত ফজলুল হক আখঞ্জীর পুত্র খালেদ আখঞ্জী(৫৮) ও তার ছোট ভাই মুন্না আখঞ্জীর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ২৩ ডিসেম্বর সকালে মুন্না আখঞ্জীর পুত্র মেহেরাব আল হক ফারিয়াবের স্ত্রীর সাথে চাচা খালেদ আখঞ্জীর ঝগড়াঝাটি হয়।
এবং ওইদিন রাত প্রায় ৮ টার দিকে ওই ঘটনাকে কেন্দ্র করে মুন্না আখঞ্জীর ছেলে মেহেরাব আল হক ফারিয়াব (২৫) কে চাচা খালেদ আখঞ্জী (৫৮) দাঁড়ালো ছুরি দিয়ে আঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
এসময় পরিবার ও আশপাশের লোকজন মেহেরাবকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা খানম মেহেরাব আল হক ফারিয়াবকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান খান বলেন, ফারিয়াব এর খুনি খালেদকে আমরা গ্রেফতার নিয়ে এসেছি, এবং তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলিতেছে।