স্টাফ রিপোর্টার।। বাহুবলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ রিটার্ণিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তাদের স্থলে নিযুক্ত করা হয়েছে নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলা নির্বাচন কর্মকর্তাকে। মঙ্গলবার (৪ জানিয়ারী) হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয় ।
এর ধারাবাহিকতায় ৩নং সাতকাপন ও ৫ নং লামাতাসী ইউনিয়নে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার স্নানঘাট ও বাহুবল সদর ইউনিয়নে বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার, ২ নং পুটিজুরী, ৬নং মিরপুর ও ৭ নং ভাদেশ্বর ইউনিয়নে বাহুবল উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামানকে রিটার্ণিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে।
গত ১৮ ডিসেম্বর নির্বাচনের তফসীল ঘোষনাকালে ৪ নং বাহুবল সদর ও ৩নং সাতকাপন ইউনিয়নে বাহুবল উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, ৫নং লামাতাসী ইউনিয়নে বাহুবল উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ, ১নং স্নানঘাট ইউনিয়নে বাহুবল উপজেলা মৎস্য অফিসার মিছবাহ উদ্দিন আফজল ও পুটিজুরী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়নে বাহুবল উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামানকে রিটার্ণিং অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছিল।
তারা সোমবার (৩ ডিসেম্বর) পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।