জানা যায়,বুধবার শেষ রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাও চা বাগানের মিটুন ব্যানার্জির দুটি গরু বসত ঘর থেকে চুরি হয়। ভোর রাতে মিটুন ব্যানার্জি ঘরে গরু দেখতে না পেযে বাগান পাহারাদারের সহযোগিতায় পাশ্ববর্তী রশিদপুর রেল গেইট দিয়ে পিকআপ গাড়ীতে করে গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে। সাথে সাথে রেল গেইট আটকে দিয়ে গরুসহ ২জনকে আটক করে। আটকৃত ১জন দারাগাও গ্রামের মিছির খাঁনের পুত্র রুস্তম খাঁন (৪০)। অপরজন পিকআপ গাড়ির চালক সানু মিয়া (৩৫) বাহুবল উপজেলার জয়পুর গ্রামে।
উদ্ধার করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও মোটরসাইকেল।
পরে খবর পেয়ে চুনারুঘাট থানার সাব ইন্সপেক্টর ইমনের নেতৃত্বে একদল পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন সাটিয়াজুরী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মাষ্টার ও সাবেক চেয়ারম্যান এডভোকেট সরকার মোঃ শহিদ।
বিষয়টি নিশ্চিত করেন সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মাষ্টার।