জুবায়ের,আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি” হবিগঞ্জের বাহুবলে অপহরণের দেড় মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে, ঘটনাটি ঘটেছে উপজেলার লামাতাসী ইউনিয়নের রামপুর গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের রামপুর গ্রামের নিতিশ দের কিশোরী কন্যা মিতু দেব(১৭) গত ১ নভেম্বর নিখোঁজ হয়,এ ঘটনায় মিতুর বাবা বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন,এর পর থেকে মিতুকে উদ্ধার করতে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ, গত বুধবার ১৫ ডিসেম্বর দিবাগত রাতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খানের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই জানাল আহমেদ একদল পুলিশ নিয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের মোস্তফা মিয়ার বাড়ি থেকে মিতুকে উদ্ধার করতে সক্ষম হয়,বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর দুপুরে মিতুকে আদালতে পাঠানো হয়।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার জয়পুর গ্রামের হেলাল খানের ছেলে মোঃ নাঈম খানের সাথে সিতুর প্রেমের সম্পর্ক ছিল, গত ১ নভেম্বর মিতু ও নাঈম দু’জন-দু’জনকে ভালোবেসে অজানার উদ্দেশ্যে চলে যায়, এর মধ্যে মিতু মুসলিম ধর্ম গ্রহণ করে নাঈম খান ও মিতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এব্যাপারে এস আই জানাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জয়পুর গ্রাম থেকে মিতু দেবকে উদ্ধার করা হয়েছে, মিতুকে আদালতে পাঠানো হলে তাকে সেইফ কাস্টড়িতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এ ঘটনায় বাহুবলের সর্বাত্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।