জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)
প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মোঃ আব্দুল কদ্দুস(৪৫)নামে একজন নিহত হয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর বেলা ১টার দিকে উপজেলার বিহারীপুর গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের আব্দুল রেজাক মিয়ার বড় ছেলে মোঃ আব্দুল কদ্দুস (৪৫) বসত ঘরে মোবাইল চার্জ থেকে খোলার সময় বিদ্যুৎ পৃষ্টে আহত হয়, তাৎক্ষণিক পরিবার ও প্রতিবেশী লোকজন মোঃ আব্দুল কদ্দুসকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, হাসপাতাল থেকে আব্দুল কদ্দুস মিয়ার মরদেহ বাড়িতে নিয়ে যান পরিবারের লোকজন।
এব্যাপারে বাহুবল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ আব্দুল আউয়াল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।