স্টাফ রিপোর্ট “হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ইছাকপুর নামক স্থানে।
জানা যায়,বাহুবল উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের বাহুবল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সৈয়দুর রহমানের ছেলে মোঃ আকিব আহমেদ(১২) সে বরচর মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করত,
মোঃ আকিব আহমেদ(১২) রবিবার ১২ ডিসেম্বর দুপুরে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল,এমতাবস্থায় ইট বোঝাই একটি ট্রাক ঢাকা মেট্রো-ড ১৪-১১৯৯ পিছন থেকে আকিব আহমেদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেন ।পরে বাহুবল মডেল থানার এস আই ভজন বাবু ও এ এসআই আস্কারুলের নেতৃত্বে একদল গিয়ে ট্রাকটি জব্দ ও লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
আকিবের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, তার পরিবারে চলছে কান্নার রোল। ছেলেকে হারিয়ে মায়ের অঝোরে কান্নায় ভাড়ী হয়ে আসছে আকাশ বাতাস,বার বার অচেতন হয়ে পড়ছে তিনি।
এব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আলমগীর কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘাতক ট্রাকটি আমাদের হেফাজতে আছে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।