হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদ্বেশর ইউনিয়ন শাহ নগর এলাকা থেকে ৮ ডিসেম্বর গভীরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে কামাই ছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ সেলিম হোসেন এ-র নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সুফিয়া বাদ গ্রামের
মোতাব্বির হোসেনের পুত্র, আলী হোসেন আইল্যা(৩৩), ও শাহ নগর এলাকার নিরঞ্জন চন্দ্র দেব এ-র পুত্র প্রশান্ত দেব (২৭) কে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা যায় বাহুবল উপজেলার শাহ নগর এলাকা সহ আশপাশের এলাকায় শীত মৌসুমে চোরি-ডাকাতি সহ আইন শৃঙ্খলা বিষয় বিশেষ নজর দাবীতে রয়েছে পুলিশ প্রশাসন, এরই মধ্যে বাহুবলে বেশ কিছু দাগী চোর ডাকাত কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আশা হয়েছে।