বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি” বাহুবলে গাড়ি ছিনতাই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এনাম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে।
তাকে বৃহস্পতিবার ভোর রাতে সাটিয়াজুরী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনাম আন্তঃজেলা গাড়ি ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত। তার নেতৃত্বে এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গাড়ি ছিনতাই সহ চুরি-ডাকাতি করে বেড়াচ্ছে।
গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই হাসানের নেতৃত্বে একদল পুলিশ সাটিয়াজুরী এলাকায় অভিযান চালিয়ে এনামকে গ্রেফতার করে।
এসময় (ঢাকামেট্রো-১৪-০৪৯৩) বডি খোলা একটি ট্রাকও জব্দ করা হয়। ওই ট্টাকটি এখনও সাটিয়াজুরী বাজারের পাশে রয়েছে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আটক এনামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপরদিকে সাটিয়াজুরীর অনতিদূরে কাজিরখিল রাঘের বাজারে আরেকটি টাটা কোম্পানির ট্রাক পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানা গেছে। ওই ট্রাকের সম্মুখ অংশ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। যার নাম্বার যশোর ট ১১-১১৪৬) এছাড়া খবর পেয়ে টাটা কোম্পানির লোকজন বাহুবলে আসতেছে বলে জানা যায়।