হবিগঞ্জের নিজামপুর ইউনিয়ন পূর্ব শত্রুতার সূত্রপাত ধরে ২২ নভেম্বর গভীর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময়এতবার পুর গ্রামের বিংরাজ ও দুল্লবপুর গ্রামের ওয়াদুদ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল,,এরই সূত্র ধরে ২২ নভেম্বর রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
জানা যায় হবিগঞ্জ সদর উপজেলার নিজাম পুর ইউনিয়নেএতাবৎ পুর ও দুল্লব পুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষ ৫ জন আহত হন, বিশেষ সূত্রে জানা যায় এতাবপুরের মৃত জহুর আলীর ছেলে বিংরাজ মিয়া (৩০) আছদ্দর খার ছেলে ইব্রাহিম (৪৫) কে সোমবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে দুল্লবপুর গ্রামের আব্দুল জব্বারের তিন ছেলে ওয়াদুদ, (৪০), আজিজ মিয়া (৩০), সাজিদ মিয়া ৩২, মিলে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত দুই ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।