হবিগঞ্জের বাহুবলে ২৫৪ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্টিত হয়েছে।বাংলাদেশ স্কাউটস বাহুবল উপজেলা শাখার উদ্যোগে ও বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল এর পরিচালনায় ২২ নভেম্বর বাহুবল উপজেলা অফিসার্স ক্লাবে এ ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি বাংলাদেশ স্কাউটস বাহুবল উপজেলা মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কোর্সে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, এল,টি হবিগঞ্জ বদরুন্নাহার বেগম, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুপ্রিয় চক্রবর্তী প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহণ করেন।