1. admin@notunkurisylhet.com : notun :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা শিক্ষার্থী কে যৌন হয়রানি প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১৪৪ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বুধবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

 

শিক্ষার্থীরা জানান, সন্ধ্যায় ‘বিহঙ্গ পরিবহন’ এর একটি বাস থেকে নামার সময় বাসটির স্টাফরা ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন। পরে ওই ছাত্রী বিষয় তাঁর বন্ধুদের জানালে তাঁরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে জানতে চান। স্টাফরা শিক্ষার্থীদের মারধরের চেষ্টা করেন।

 

এ ঘটনার খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা এসে বিহঙ্গ পরিবহনের বাসটি ভাঙচুর করেন এবং সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন।

 

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৯-২০ সেশনের ফাহিম নামের শিক্ষার্থী ও বাসটির একজন স্টাফকে আটক করে কোতোয়ালি থানায় নেন।

 

শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদে পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অপসারণ, শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া এবং অভিযুক্ত বাস স্টাফের শাস্তির দাবিতে রায়সাহেব বাজার থেকে শাঁখারীবাজার সদরঘাটগামী রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল জানান, বাসের হেলপারের সাথে শিক্ষার্থীদের ভুলবোঝাবুঝি হয়েছিল। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছিল।

 

পরে আমিসহ সহকারী প্রক্টর নিউটন হাওলাদার এবং দ্বিন ইসলামের সহায়তায় আটক শিক্ষার্থীকে রাত সাড়ে ১টায় ছাড়িয়ে আনা হয়েছে। এছাড়া প্রক্টরিয়াল বডির অনুরোধে সড়ক অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting