হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ বিভিন্ন মামলার পলাতক ৬ আসামি কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭নভেম্বর) ২১ ইং বিকাল সারে তিন ঘটিকায় হবিগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের কারাগারে প্রেরণ করা হয়।
হবিগঞ্জ সদর থানা পুলিশের সুত্রে জানাযায় সিলেট রেঞ্জ ডিআইজির নির্দেশে সিলেটে রেঞ্জের সকল থানায় একযোগে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর মডেল থানায় বিশেষ অভিযানে অফিসার ইনচার্জ মাসুক আলী’ র’ তত্বাবধায়নে এসআই(নিঃ)/মোঃ জুয়েল সরকার, সঙ্গীয় এসআই/ সনক কান্তি দাশ, এস আই/ উৎসব কর্মকার, এএসাই/ সুমন চন্দ্র রায়/এএসআই/ জাহাঙ্গীর আলম, এ.এস আই/ বাপ্পী রুদ্র পাল, এ.এস.আই/ আবু জাবের সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় হবিগঞ্জ সদর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে জিআর- ১৫/১৮, দায়রা-১৪৮/২১ সংক্রান্তে অস্ত্র মামলার ৬ মাসের সাজা পরোয়ানাসহ একাধিক অস্ত্র, মাদক, ডাকাতি মামলার পলাতক আসামী দের গ্রেফতার করা হয়!
গ্রেফতার আসামি হলো” আমিরুল মিয়া(৩৫) পিতা- আলী হোসেন, সাং- শংকরপাশা, থানা ও জেলা- হবিগঞ্জ সহ পরোয়ানাভুক্ত ৬ জন আসামী গ্রেফতার করা হয়।
নারী ওশিশু -৭৪৬/১৮ সংক্রান্তে পরোয়ানা ভুক্ত আসামী ১। ইউনুছ মিয়া(৪৭), পিতা- আইয়ুব আলী, ২।আইয়ুব আলী(৬৭) পিতা- ইয়াকুব আলী, ৩। মালেকা খাতুন(৫৫) স্বামী- আইয়ুব আলী, ৪। রুমানা আক্তার(৩০) স্বামী- আশ্বব আলী, সর্ব সাং-ভবানীপুর, ৯ নং নিজামপুর ইউ/পি, থানা ও জেলা- হবিগঞ্জ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ্দ করা হয়।
এছাড়াও হবিগঞ্জ সদর থানাধীন ৬ নং রাজিউড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৩৮ পিস ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ ঘটনায় এসআই(নিঃ)/মোঃ শরীফুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করিলে হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-০৯,,তারিখ-১৭/১১/২০২১খ্রিঃ,ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু হয়।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ কর্তৃক উক্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সদর থানার ইনচার্জ মাসুক আলি।