হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়েছে।
এর আগে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য নোটিশ দেয়া হয় । পুর্ব ঘোষণা অনুযায়ী অভিযান হওয়ায় কিছু দোকানপাট মানুষজন আগে থেকেই সরিয়ে নিয়েছিলেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মাঈনুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনায় আমরা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি, এ অভিযানে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার দুইটি টিম, র্যাব কাজ করেছে।
সরকারি জায়গায় অবৈধ দখলে কাউকেই কোন বিন্ধুমাত্র ছাড় দেয়া হবে না, এবং আজকের মত অভিযান শেষ করা হয়েছে, প্রয়োজন হলে আমাদের অভিযান আরো বাড়ানো হতে পারে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম(ইউএনও) বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমরা অলিপুরে সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান করেছি।
অলিপুর এখন শিল্পাঞ্চল হয়ে উঠায় মহাসড়কের পাশে দোকানপাট গড়ে উঠায় হাজার হাজার শ্রমিকরা ঠিকমত আসা যাওয়া করতে পারেন না, এছাড়াও প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তিনি আরো জানান, সরকারি জায়গায় কোনরকম অবৈধ স্থাপনা গড়ে উঠলে আমাদের এ অভিযান চলমান থাকবে।
এ উচ্ছেদ অভিযানের পর ও যদি অবৈধভাবে দোকানপাট কেউ গড়ে তুলেন তাহলে উনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।