বাহুবল উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের হরিতাল গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে সোহেল মিয়া(২৬) লিবার ক্যান্সারে আক্রান্ত। হতদরিদ্র মোঃ সোহেল মিয়া বাঁচতে চায়, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা তার পরিবার,সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সোহেল মিয়ার পরিবারের লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়,সোহেল মিয়া পরিবারের অভাব অনটনের কারণে পিতার রেখে যাওয়া কিছু জমি বিক্রি করে আরব আমিরাতের দুবাই গিয়েছিল, সেখানে প্রায় দুই বছর কাজ করার পর সে লিবার ক্যান্সারে আক্রান্ত হয়।
এমতাবস্থায় প্রবাসীরা এগিয়ে এসে সাহায্য সহযোগিতা করে সোহেলকে বাংলাদেশে পাঠানো হয়,তিন মাস যাবত সে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেনা,বর্তমানে বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে,সোহেল বাঁচতে চায়।সাহায্যের আবেদন পরিবারের। যোগাযোগের জন্য নিম্নে তার মায়ের নাম্বার(০১৭৩১-৬৯০১৮৭)দেয়া হইলো।