নতুন কুড়িঁ সিলেট নিউজ ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে গনতন্ত্র পুনরুদ্ধার দিবস।বাঁধার পাহাড় টপকে বঙ্গবন্ধু কন্যার দ্বিতীয় বার স্বদেশে প্রত্যাবর্তন ৭ ই মে। বাংলাদেশের গনতান্ত্রিক মানুষের কাছে একটি স্মরণীয় দিন।
২০০৭ সালের ৭ ই মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরী অবস্থা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে গনতন্ত্র
পুনরুদ্ধার করতে বাংলাদেশে ফিরে আসেন।
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারেন সে জন্য তত্ত্বাবধায়ক সরকার এক অবৈধ নিষেধাজ্ঞা জারি করেন।
যাতে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরতে না পারেন।কিন্তু সাহসী শেখ হাসিনা তৎকালীন সরকারের বে – আইনী নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশে ফিরেন।অবৈধ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে বিশ্বব্যাপী।দেশবাসীর চাপে নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হন।
৭ ই মে জননেত্রী শেখ হাসিনা ঢাকায় ফিরে এলে লাখো জনতা তাকে সাদর অভ্যার্থনা জানান।ঢাকা বিমান বন্দর মিছিল শোভা যাত্রা সহকারে বঙ্গবন্ধু কন্যাকে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে নিয়ে আসা হয়।দেশে ফিরে জনগনের হারানো গনতান্ত্রিক অধিকার পূন; প্রতিষঠায় শুরু করেন নতুন সংগ্রাম।