বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও বর্তমানে ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শামীম আহমেদ হবিগঞ্জ জেলা পরিষদের দেয়া তার ইউনিয়নে দক্ষিন গোবিন্দপুর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছেন। তিনি ১১ নভেম্বর জুম্মার নামাজের পর আনুষ্ঠানিক ভাবে মসজিদ কমিটির কাছে প্রদান করেন।
এ সময় তিনি বলেন বিগত পাঁচটি বছর আমি একজন মেম্বার হিসেবে একটি ওয়ার্ডের দায়িত্ব কাঁধে নিয়ে আপনাদের সুখেদুখে রাত- বিরাত পাশে ছিলাম। এবার আমি পুরো ইউনিয়নবাসীর দায়িত্ব নিয়ে আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবা করার সুযোগ করে দিতে আমি সবার সহযোগিতা ও আর্শীবাদ কামনা করছি।