বগুড়ার নন্দীগ্রামে এক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির ঘুসিতে একজন প্রধান শিক্ষকের তিনটি দাঁত পড়ে গেছে।
গতকাল আহত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুকে (৫৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার কুমিড়া পিতপুকুর বাজারে তার মুখে ঘুসি মারলে তিনটি দাঁত পড়ে যায়। তিনি একই উপজেলার ভরতেঁতুলিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
সাজ্জাদুল ইসলাম দুদুর স্ত্রী এবং একই উপজেলার কোষাশ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম বলেন”বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমাদের বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং হয়।
মিটিংয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন চারজন শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে উত্তেজিত হয়ে নোটিস খাতা ছিঁড়ে ফেলেন। তিনি মিটিং না করেই বিদ্যালয় থেকে চলে যান। ওই দিন সন্ধ্যায় আমার স্বামী ভরতেঁতুলিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু কুমিড়া পিতপুকুর বাজারে গেলে সভাপতি তাকে ঘুসি মারলে আমার স্বামী তিনটি দাঁত ভেঙ্গে যায়।