বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামকে রেখে সিলেটের বিশ্বনাথে ৫০তম জাতীয় সমবায় দিবস আলোচন সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তর আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিআরডিবি হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আফিয়া বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী।
সমবায় অফিসের কর্মচারী বোরহান উদ্দিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন মাহতাবপুর মৎস্য আড়ৎদার ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামসুল হক মোল্লা।
এরআগে ব্যানার সহকারে র্যালিতে অংশ নেয় সোনার বাংলা ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতি, ভাই ভাই ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতি, গরীব দুখি ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতি, মাহতাবপুর মৎস্য আড়ৎদার ক্ষুদ্র বহুমুখি সমবায় সমিতিসহ বেস কয়েকটি সংগঠন।