হবিগঞ্জের বাহুবলে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল ইউকের অধীনে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে টিউবওয়েল স্থাপন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও উৎকুচ আদায়ের অভিযোগ উঠেছে। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল ইউকে’র অধীনে এবং ফুলতলীর তত্বাবধানে বাহুবলের সাতকাপন, লামাতাসি ও মিরপুর ইউনিয়নে টিউবওয়েল স্থাপন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
জানা গেছে, উপজেলার উল্লেখিত তিন ইউনিয়নে বাস্তবায়িত প্রকল্পে ৩’শ টিউবওয়েল বরাদ্দ দেওয়া হয়েছে এবং বাহুবলের উক্ত প্রকল্প তদারকি করছেন মাওলানা কাজী আব্দুল মুছাব্বির ও আলী নুর মোতালিব নামের দুই ব্যক্তি ।
এ সুবাদে তারা নিয়মবহির্ভূতভাবে সুবিধাভোগিদের কাছ থেকে টিউবওয়েল প্রতি আদায় করছেন ২শ টাকা। এছাড়া টেন্ডার অনুযায়ী প্রতিটি টিউবওয়েল ১৮০ ফুট গভীরে স্থাপনের নিয়ম থাকলেও অনিয়মের আশ্রয় নিয়ে স্থাপন করা হচ্ছে মাত্র ৮৫ থেকে ১২০ ফুট পর্যন্ত। অবশিষ্ট্য পাইপগুলো মেস্তুরীর মাধ্যমে আত্মসাৎ করা হচ্ছে।
এব্যাপারে জানতে চাইলে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল ইউকে ফুলতলীর প্রতিনিধি মাওলানা জামাল আহমদের সাথে (০১৯১৮-৪০৪০৬৬) মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি। তবে উক্ত সংস্থার বাহুবল উপজেলা সমন্বয়কারী মাওলানা কাজী আব্দুল মুসাব্বির উৎকুচ আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, টিউবওয়েল স্থাপনে ১৫০ ফুট গভীরের কথা রয়েছে। সেই মোতাবেক লিয়ার অনুযায়ী কিছু কম বেশি করে স্থাপন করা হচ্ছে।