বিনোদন রিপোর্টঃ দেশ বিদেশে সঙ্গীতাঙ্গনে ব্যাপক সাড়া জাগানো ও বর্তমান সময়ের সিলেটের আলোচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবা বেগমের কন্ঠে কোটি ভক্তের হৃদয়ে সাড়া সাড়া জাগানো নয়া দামান ও নয়া কইন্যা গানের পর এবার কইন্যা সাজাও ’ শিরোনামে নতুন উপহার হিসেবে চমৎকার আরেকটি গানের রেকর্ড ও মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে বলে তিনি মিডিয়াকে জানিয়েছেন।
আগামী ৫ ই নভেম্বর সন্ধ্যা ৬টায় রিলিজ হবে মানিক চাঁন ইউটিউব চ্যানেলে৷ গানটি রচণা করেছেন দেশ বিদেশের অতি জনপ্রিয় গীতিকার মানিক চাঁন৷অসাধারণ এই গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।ও মিউজিক ভিডিও এডিটিং করেছেন জীবন দাস৷
সম্প্রতি গানটির রেকর্ডিং ও শুটিং সম্পন্ন হয়েছে অত্যন্ত নিখুঁত ভাবে। এই চমৎকার গানটি প্রসঙ্গে জনপ্রিয় শিল্পী তসিবা বলেন,আমরা আশা করছি গানটি সবার কাছে গ্রহনযোগ্যতা পাবে এবং সঙ্গীত পিপাসুদের মধ্যে অনেক ভালো লাগবে বলে আমি আশাবাদী ।
দর্শক মহলে ভালো লাগলেই, এতেই আমাদের কষ্ট স্বার্থক হবে৷ সোস্যাল মিডিয়ায় মানিক চাঁন ইউটিউব চ্যানেলে দেশ বিদেশের প্রানপ্রিয় ভক্ত শ্রোতাদেরকে গানটি দেখা ও শুনার জন্য তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন৷