সুনামগঞ্জের ছাতকে ভাতগাঁও ইউনিয়ন পরিষদে নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় থেকে নারী ভোটারদের সংখ্যা প্রচুর লক্ষ্য করা গেছে। সাধারণ ভোটারা ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে দলবেঁধে ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন।
এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল করতে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় এলাকায় স্থাপন করেছে অস্থায়ী বিজিবি ক্যাম্প।
এ ইউনিয়নে এক চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর কারণে প্রথম দফায় ভাতগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ২ নভেম্বর এ ইউনিয়ন পরিষদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
ভাতগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে চার, সংরক্ষিত নারী আসনে ১০ ও সাধারণ সদস্য পদে ৪২ জন ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন। মোট ভোটকেন্দ্র ১১টির মধ্যে সাতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।
এখানে পুরুষ ভোটার ১০ হাজার ৪৯০ ও নারী ভোটার ৯ হাজার ৯৪৭। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৪৩৭ জন। ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের পাশাপাশি দুজন পুলিশ কর্মকর্তাসহ সাত কনস্টেবল মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মো. ফয়েজুর রহমান বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ ব্যাপারে ওসি মিজানুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে পুলিশের মোবাইল টিমের পাশাপাশি চার নির্বাহী হাকিম দায়িত্ব পালন করছেন বলে তিনি নিশ্চিত করেন।