হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ কূখ্যাত ডাকাত সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার কৃত ডাকাত সোহাগ নাসিরনগর উপজেলার বুড়িশ্বর গ্রামের আমির আলীর ছেলে বলে জানা যায়।রোববার রাতে ছাতিয়াইন সড়কে সংঘবদ্ধ একটি ডাকাতদল সড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে যাত্রীবাহি গাড়ি ভেবে ডাকাতরা পুলিশের গাড়ির গতিরোধ করে।
এ সময় পুলিশ শর্টগানের চালিয়ে ধাওয়া করে ডাকাত সোহাগকে আটক করে।ঘটনাস্থল থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।