নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ ধুলিয়াখাল পুলিশ লাইনে এক কনস্টেবলের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ মে) বেলা দুইটায় তানিয়া বেগম(১৮) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। তানিয়া হবিগঞ্জ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল সফিক আহমেদের স্ত্রী। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়।
তানিয়া নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ সূত্রে জানা যায়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। তবে কি কারণে আত্নহত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।