বাহুবল প্রতিনিধিঃ- অনলাইন নিউজ পোর্টাল “করাঙ্গীনিউজ” এর ১৩তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় হবিগঞ্জের মিরপুরস্থ করাঙ্গীনিউজ কার্যালয়ে কেক কেটে এ অনুষ্টান পালন করা হয়। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন করাঙ্গীনিউজ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম।
করাঙ্গীনিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক একেএম মীর জমিলুন্নবী ফয়সলের সঞ্চালনায় কেক কাটা অনুষ্টানে উপস্থিত মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার, থানা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব শামছুল আলম, সানসাইন হাই স্কুলের পরিচালক এম শামছুদ্দিন, বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এনামূল হক এনাম, ক্রীড়া ব্যক্তিত্ব কাজী আলফু, জেলা যুব সংহতির যুগ্ন সাধারন সম্পাদক ফরিদ আহমদ, উপজেলা যুবহংতির সভাপতি আব্দুল হাই, কিশলয় হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল আহমদ, নতুন কুড়ি নিউজ পোর্টাল এ-র সম্পাদক মো. ছাদিকুর রহমান, সিনিয়র সাংবাদিক আজিজুল হক সানু, জুবায়ের আহমদ,টিপু সুলতান জাহাঙ্গীর প্রমৃুখ।
উক্ত অনুষ্টানে মিলাদ মাহফিল ও মোননাজাত করেন হাফেজ মাওলানা মহিবুর রহমান আশেকী।