নিজস্ব প্রতিনিধিঃ- বাহুবল বাজার ক্ষুদ্র সততা পান সুপারি ব্যবসায়ী সমিতির তৃতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮ টায় বাহুবল বাজারে ভাই ভাই পান আড়ৎ এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নুর উদ্দিন আবু মিয়া। তিন বছর পূর্তি উপলক্ষ্যে সমিতির সদস্যবৃন্দ স্বতস্ফুর্তভাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন।
এছাড়া সমিতির সদস্যবৃন্দের সঞ্চয় হিসাব বুঝিয়ে দিয়ে সমিতি আরো সুন্দর পরিচ্ছন্ন ও শক্তিশালী করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস আখঞ্জি। সমিতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি মাওলানা তাজুল ইসলাম।