1. admin@notunkurisylhet.com : notun :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

পাকিস্তান,ভারত সমর্থকদের হামলায় আহত ২

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ১৭৫ বার পঠিত

ঝালকাঠির রাজাপুরে ভারত-পাকিস্তানের খেলা দেখার সময় দল দুটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কাশেম মৃধা (৩২) ও কামাল মৃধা (৪০) নামে দুই ভাই আহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাংগর গ্রামের সাংগর স্কুল সংলগ্ন বাজারের সামনে এ ঘটনা ঘটে। আহত কাশেম মৃধা ও কামাল মৃধা একই এলাকার আমীর হোসেন মৃধার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের আলীম স্টোরের টেলিভিশনে খেলা দেখছিলেন স্থানীয়রা। এ সময় পাকিস্তান দলের সমর্থকরা ‘জয় পাকিস্তান’ বলে স্লোগান দিলে ভারত সমর্থকরা তার প্রতিবাদ করেন।

 

এতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ভারত সমর্থকরা পকিস্তান সমর্থকদের ওপর হামলা চালান। এ ঘটনায় কাশেম মৃধা ও কামাল মৃধা নামে দুই ভাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। কাশেম মৃধা চিকিৎসা নিয়ে রাতে বাড়ি ফিরলেও কামাল মৃধা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খেলা দেখা নিয়ে হামলায় দুইজন আহতের খবর শুনেছি। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।

এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting