সুনামগঞ্জ প্রতিনিধিঃ- সুনামগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে সাত লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল আটক করেছে বিজিবি । ডুলুরা বিওপির টহল দল ২৩ অক্টোবর বিশ্বম্ভরপুর উপজেলার শলুকাবাদ ইউনিয়নের ডুলুরা নামক স্থান হতে এসব মালামাল জব্দ করে।
এসব মালামালের মধ্যে রয়েছে, ৩০ ঘনফুট ভারতীয় পাথর এবং ১টি ইঞ্জিনসহ ট্রলি । যার আনুমানিক মূল্য ৩লক্ষ ৩হাজার ৬শ টাকা। বনগাঁও বিওপির টহল দল একই দিন সুনামগঞ্জ সদর উপজেলার রংগারচর ইউনিয়নের ছমেদনগর নামক স্থান হতে ৬ হাজার পিস ভারতীয় জীবন বিড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ১০ হাজার ২শ টাকা। একইদিন ওই ইউনিয়নের কান্দিরগাঁও থেকে ৩৬ বোতল মদ ও ৬ বোতল বিয়ার আটক করে। যার মূল্য ৫৫ হাজার ৫শ টাকা।
মাঠগাঁও বিওপির টহল দল একই দিন দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের দর্পগ্রাম নামক স্থান হতে ৭৭ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৩০ হাজার ৯শ টাকা। বালিয়াঘাটা বিওপির টহল দল ২৪ অক্টোবর তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পূর্ব লাকমা নামক স্থান হতে ৩শ কেজি ভারতীয় কয়লা আটক করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৯শ টাকা।
চিনাকান্দি বিওপির টহল ঐদিন বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৭ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ১১ হাজার ৯শ টাকা।
লাউরগড় বিওপির টহল দল ২৪ অক্টোবর তাহিরপুর উপজেলাধীন ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ৬টি ভারতীয় গরু (বাছুর) আটক করে। যার আনুমানিক মূল্য ১লক্ষ ৮০হাজার টাকা।
মাটিরাবন বিওপির টহল দল রবিবার মধ্যনগর উপজেলাধীন উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে ২৫ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গোলকাঠ বনবিট কার্যালয় এবং ভারতীয় গরু, বিড়ি, কয়লা, পাথর এবং ইঞ্জিনসহ ট্রলি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।