নিজস্ব প্রতিবেদকঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক শিক্ষক ও এক শিশু নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচ জন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ছতুরা শরিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও আহতরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী থেকে একটি অটোরিকশায় কসবার নয়নপুরে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. আব্দুল ওয়াহেদ সহ পরিবারের সদস্যরা। এসময় আখাউড়ার ছতুরা শরিফ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মো. আব্দুল ওয়াহেদ (৩৫) ও হাবিবা (১৩ মাস) নামে এক শিশু নিহত হয়। এসময় আহত হয় ওই শিক্ষকের স্ত্রী স্মৃতি বেগম (৩০) ও শিশু সন্তান ওয়াকি (৫) তামিমা (১৩), রোকসানা (৩৮), কারুমা (১০)।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন। মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে