সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের ব্যাপক গুলিবর্ষণের মুখে পড়ে জেসিও ও এক সেনা নিখোঁজ হন। পুঞ্চ-রাজৌরি বনাঞ্চলে সংঘটিত এনকাউন্টারে রাইফেলম্যান যোগম্বর সিং এবং রাইফেলম্যান বিক্রম সিং নেগি নিহত হন। একই এলাকায় পাঁচ সেনা সদস্য নিহত হওয়ার চার দিন পর এ ঘটনা ঘটে।
নিহত সেনাদের মরদেহ উদ্ধার করা সেনাবাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ মরদেহগুলো ফিরিয়ে আনতে তাদের জঙ্গলের গভীরে যেতে হয়।
এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনী জেসিও’র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এই ঘটনার পর সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, ১৪ অক্টোবর সন্ধ্যায় পুঞ্চের মেন্ধার সাব বিভাগের সাধারণ এলাকা নারখাস ফরেস্টে চলমান অভিযানে সেনা ও দুর্বৃত্তদের গুলি বিনিময় হয়েছে। এতে একজন জেসিও এবং একজন সেনা আহত হয়েছেন। অভিযান চলমান আছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
গতকাল সেনাবাহিনী ২ সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও আহত জেসিও নিয়ে কোনো আপডেট পাওয় যায়নি।