আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা আজ( ১৭ অক্টোবর) রবিবার বিকালে পুটিজুরী বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ মিয়ার পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নূর মানিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাথারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বশির আহমেদ, আব্দুল কদ্দুস, দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার সহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।
উক্ত বর্ধিত সভায় আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ৯ জন প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষনা করেন। কিন্ত যখন পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তাঁতী লীগের জেলা সভাপতি আলহাজ্ব মোঃ মুদ্দত আলী প্রার্থীতা ঘোষনা করেন তখন সভায় উপস্থিত জনতা করতালীর মাধ্যমে তাকে স্বতস্ফূর্ত সমর্থন জানান। পরে এলাকাবাসি এটাকে মুদ্দত আলীর একটি চমক বলে আলোচনার ঝড় তোলেন।