হবিগঞ্জের চুনারুঘাটে ভাবীর সাথে অবৈধভাবে মিলা মিশা করায় দেবর ভাবীকে স্থানীয়রা আটক করে নির্যাতনের অভিযোগ উঠে আসছে, এরা দুই জন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর জিম্মায় রয়েছেন। এ বিষয়ে চুনারুঘাট থানায় জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন এখনো থানায় কোনো ডায়েরি করা হয় নাই।
জানাযায় ১২ অক্টোবর রাত ১১ টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের কোনা গাও গ্রামের আবুল কালামের পুত্র শাকিল (১৮) তার আপন চাচাত ভাই ভিংরাজ মিয়ার স্ত্রীর ঘরে একা পেয়ে আটক করা হয়।
বিষয় টি স্থানীয় ইউ/পি সদস্য আজাদ মিয়াকে জানালে তিনি তাদের আটক করে রাখার জন্য বলেন। সেই সিন্ধান্ত অনুযায়ী যুবক ও মুরুব্বিরা মিয়ে তাদের শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে,
পরে দিন সকালে পুনঃ রায় তাঁদের আবারও গ্রামের ৩ কিলোমিটার শিকল দিয়ে বেঁধে মারতে মারতে ইউনিয়ন অফিসে নিয়ে যায়, সেখানে চেয়ারম্যান মেম্বারও শারীরিক নির্যাতন ও মানুষিক নির্যাতনের অভিযোগ উঠে আসে।
আটক শাকিল প্রাক্তন এক মেম্বারের ভাতিজা বলে ঐ মেম্বারের উপর খুব মেঠানের জন্য তাকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করতে করতে ইউ/পি অফিসে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় অনেই মন্তব্য করেন, উল্লেখ বিষয় টি জানতে চাইলে স্থানীয় জনপ্রতিনিধিদের মোবাইল ফোনে বার বার ফোন দিলেও রিসিভ হয় নাই।