বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি” বহবিগঞ্জের বাহুবলে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চোরেরা বসতবাড়ি থেকে সরকারি অফিসও রেহাই দিচ্ছে না। এতে চোর আতঙ্ক দেখা উপজেলার সর্বত্র। বিলম্বে প্রাপ্ত খবরে জানা গেছে, রবিবার দিবাগত রাতে চোরেরা বাহুবল উপজেলা সাবরেজিস্টার ও ভূমি অফিসে হানা দেয়। সোমবার সন্ধ্যার দিকে সরকারি অফিসে চুরির বিষয়টি জানাজানি হলে তোলপাড় শুরু হয়।
সাবরেজিস্টার অফিসের সহকারী আবু তাহের খান জানান, প্রতিদিনের মত অফিসিয়াল কাজ শেষে সন্ধ্যায় কর্মকর্তা- কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করেন। সোমবার (১১ অক্টোবর) সকালে অফিসে এসে তারা চুরির ঘটনা দেখতে পান। তিনি জানান, চোরেরা সাবরেজিস্টার অফিসের জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে ড্রয়ারগুলো খুলে কোন টাকা না পেয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে। তবে কোন কাগজপত্র খোয়া গেছে কিনা এব্যাপারে অফিসে রক্ষিত কাগজপত্র যাছাই করে দেখা হচ্ছে।
উপজেলা ভূমি অফিসে চোরের হানা দেয়ার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) খৃস্টফার হিমেল রিছিল জানান, ভোর রাতে জানালার গ্রীল ভেঙে চোরেরা অফিসের ভিতরে প্রবেশ করে নথিপত্র তছনছ করে। তবে অফিসে কোন ক্যাশ ছিলনা বলে তিনি জানান। কোন কাগজপত্র খোয়া গেছে কিনা গোছানোর পর বলা যাবে। চুরির বিষয়টি থানা পুলিশকে অবগত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, অভিযোগ পেয়েছি। গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।