হবিগঞ্জের বানিয়াচংয়ে ছোট বাচ্চাদের ঝগড়া কে কেন্দ্র করে ৪ অক্টোবর সকাল ৮ টার দিকে ভাতিজার ফিকলের আঘাতে চাচার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানাযায় বানিয়াচং থানার যাত্রা পাশা গ্রামের মৃত ইরফান উল্লার ছেলে সাহাব উদ্দিন (৩০) তার ভাতিজা আনোয়ার মিয়াকে ছোট বাচ্চাদের ঝগড়ার বিষয় নিয়ে শাসন করাকে কেন্দ্র করে হটাৎ চাচা সাহাব উদ্দিনের দিকে ক্ষিপ্ত হয়ে হারুন মিয়ার ছেলে আনোয়ার (১৭) তার আপন চাচাকে বুকের দিক নির্দেশনা করে দেশিও অস্ত্র ফিকল দিয়ে ঘা মারলে সে ঘটনা স্থলে লুটিয়ে পরে, পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এ বিষয়ে খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক ( তদন্ত) প্রজিত কুমার দাস ঘটনা স্থল পরিদর্শন করেন, এবং এই ঘটনার সাথে জরিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহনের আশ্বাস ব্যক্ত করেন। উল্লেখ ঘটনা এখনো কাউকে গ্রেফতার করা হয় নি বলে জানা যায়।