বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব জয়পুর গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার পূর্বজয়পুর গ্রামের উপজেলা তাঁতীলীগ নেতা মোঃ রাসেল মিয়ার লোকজন ও একই গ্রামের জাহির মিয়ার লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। সোমবার ২৭ সেপ্টেম্বর সকাল প্রায় ৭ টার দিকে কথা-কাটাকাটির জের ধরে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়,এক পর্যায়ে দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে,
এতে উভয় পক্ষের মহিলা সহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, আহতরা হলেন জাফর আলীর ছেলে ফারুক মিয়া(৫৫) আখলাছ মিয়া(৪২) সাদেক মিয়া(৩০) সীমা আক্তার(৩২) ও প্রতিপক্ষের জাহির মিয়া(৪৫) সহ ৭ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাযায় ,
এ ঘটনায় দু’পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত আহত ৫ জনের নাম জানা গেছে।
এব্যাপারে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেলিম হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।