হবিগঞ্জের মাধবপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মাদপুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে মোঃ মুসলিম মিয়া (৬৯) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ শে সেপ্টেম্বর) ২১ ইং দুপুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাস পাতালে প্রেরণ করেন কাশিমনগর ফাড়ির পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতের কোন একসময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুর পাড়ের কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে মুসলিম মিয়া। সকালে তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ তালুকদার এর নেতৃত্ব পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।