হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন!
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
শনিবার (১৮সেপ্টেম্বর)২১ ইং দুপুর ১১ঘঠিকায় সপরিবারে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানসহ ঐতিহাসিক স্থান পরিদর্শনে গেলে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়!
এসময় তার সঙ্গে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস চুনারুঘাট উপজেলার সামগ্রিক বিষয় সম্পর্কে অবগত হন। ঐতিহাসিক স্থান, স্বাধীনতার প্রথম মঞ্চ তেলিয়াপাড়াসহ আশপাশের গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় স্থান পরিদর্শন করেন।
শেষে সাতছড়ি জাতীয় উদ্যানে যান।
এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, এডিসি (শিক্ষা) বিজেন ব্যানার্জী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন পাল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বরাদ্দ হওয়া ঘর সম্পর্কে মুখ্য সচিবকে অবগত করেন। তিনি সাতছড়ি জাতীয় উদ্যানকে আরও নিপুণ কৌশলে সাজানোর জন্য রাস্তাঘাটের উন্নয়নে সহযোগিতা চান।