ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রকে বেধড়ক পিটিয়ে লাখ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি কিশোরগ্যাং চক্রের বিরুদ্ধে।
বুধবার দুপুরে বোয়ালমারী পৌর সদরের পশু হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে’
কিশোরগ্যাংয়ের হামলায় আহত স্কুলছাত্র নাইমুল ইসলাম নির্জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রের বাবা ডা. নুরুল ইসলাম।
লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, বোয়ালমারী জর্জ একাডেমি স্কুলের নবম শ্রেণীর ছাত্র মো. নাইমুল ইসলাম নির্জন বুধবার দুপুর ১২টার দিকে স্কুল ছুটি শেষে বোয়ালমারী বাজারের স্বর্ণকারপট্টি এলাকা থেকে চাচা মনির হোসেনের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে হাসপাতাল রোডস্থ বাড়িতে ফিরছিল।
পথিমধ্যে স্কুলের সামনে পৌঁছালে মো. রাহুল (১৬), কাজী খোয়াইব (১৫), মো. ইব্রাহীমসহ (১৫) ১০-১২ জনের একদল কিশোর নাইমুলের গতিরোধ করে। একপর্যায়ে তাকে টানা-হেঁচড়া করতে করতে পশু হাসপাতাল সংলগ্ন নির্জন গলির মধ্যে নিয়ে যায়।