হবিগঞ্জের মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এ এস আই গোলাম মোস্তফা ও রানা আহমেদ (টাইগার রানা) সহ এক দল পুলিশের অভিযানে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনোহরপুর হরিনখোলা গেইটের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর)২১ ইং দুপুরে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বি-বাডীয়া জেলা নবীনগর উপজেলার শ্রীঘর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ উজ্জল মিয়া(৩৮) ও লাখাই উপজেলার সিংহ গ্রামের মোঃ ছাবেদ আলী ছেলে মোঃ সেলিম মিয়া(৩২),কে ০১টি সিএনজি অটোরিক্সা ও ০৫ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে পুলিশ।
মাদক ব্যবসায়ী দের গ্রেফতার এর বিষয় টি নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক।
তিনি জানান যে, গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।