হবিগঞ্জের বাহুবল উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নোয়া গাও গ্রামের প্রবাসী ছিদ্দিক আলীর মেয়ে পানিতে পরে মারা যায়,
স্থানীয় সূত্রে জানাযায় বাহুবল উপজেলার সদর ইউনিয়নের নোয়া গাঁও গ্রামের প্রবাসী ছিদ্দিক আলীর মেয়ে ইসরাত জাহান ইভা ১২ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯ টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ডুবায় পরে মায়া যায়, এ বিষয়ে প্রবাসীর স্ত্রী রিমা আক্তার জানান আমি ধানের কের আনতে পাশের রাস্তার উপড়ে গিয়ে ছিলাম, এসে আমার মেয়েকে না পেয়ে চারদিকে ছুটাছুটি করতে শুরু করি, হটাৎ পুকুরের এক পাশে কি যেন ভেসে আছে দেখতে পাই।
তাত্ক্ষণিক আমি পুকুরে মেনে দেখি আমার মেয়ে, তখন আমি চিতকার করলে পাশের লোকজনের সহযোগিতায় আমার মেয়েকে মৃত্যু অবস্থায় পাই।
উল্লেখ বিষয় টির সুরতহাল রিপোর্টের জন্য ঘটনা স্থলে বহুবল মডেল থানার এসআই তোফায়েল আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি জানান পরিবারের অসাবধানতার কারনে এমন ঘটনা ঘটতে পারে।