মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আনই উল্লাহ (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধা সারে ৬ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনই উল্লাহ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দ।
প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় রাস্থা পার হওয়ার সময় ঢাকামুখী একটি দ্রুতগামী প্রাইভেট উনাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা সুপ্তা বর্ধন উনাকে মৃত ঘোষণা করেন।