নতুন কুড়িঁ সিলেট নিউজঃ সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদের পিতার রোগ মুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাদ আসর নাইওরপুল জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে যুবদল নেতা কয়েছ আহমদের পিতার রোগমুক্তি কামনা করে মহান রাববুল আল আমিনের দরবারে বিশেষ মোনাজাত করেন নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল মাহমুদ, আমিন উদ্দিন, লিটন আহমদ, এম.এ মতিন, মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, আলী আহমদ আলম মতিউর রহমান আফজল, ইসহাক আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সৈয়দ রহিম আলী রাসু, আক্তার হোসেন বীরু, লুৎফুর রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা জাহাঙ্গীর আহমদ, যুবনেতা আফজল খান পাপলু, আহমেদ শিপন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি চৌধুরী, ২৩নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মিজান আহমদ, ফয়জুর রহমান, এম.এ সামাদ, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দেব শেখর, মেহেদি হোসাইন, ২নং ওয়ার্ড যুবদলের সদস্য মিনহাজ আহমদ, ছাত্রদল নেতা কামরুল হাসান আরমান, সাব্বির হোসেন, ওয়াহিদ আহমদ প্রমুখ।