হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা থেকে ১৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৯ সিপিসি১ (হবিগঞ্জ)
আটককৃতদেরকে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।
রবিবার( ৫ সেপ্টেম্বর)২১ ইং ৫ টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ কে এম কামরুজ্জামান এর নেতৃতে চুনারুঘাট উপজেলার চন্দনা কলেজ রোডে অভিযান চালিয়ে গাজাসহ ৩জনকে গ্রেফতার করেন!
র্যাব মিডিয়া সেল সূত্রে জানা যায়, চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ড রফিক ম্যানসন এর পূর্ব পার্শে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাজা, ৩টি মোবাইল সেট, ৩টি সীমকার্ডসহ মাদক ব্যবসায়ী মাখাল কান্দির বসুন দাসের ছেলে উমস দাস, (৩৫)বানিয়াচং উপজেলার পুকরা দৌলতপুরের মৃত কালা মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৪০) এবং কালাই মিয়ার ছেলে মোঃ এলাছ মিয়া (৩৮) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামীদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়! র্যাব ৯সিপিসি ১ জানান মাদকের বিরুদ্ধে সীমান্ত এলাকায় সহ হবিগঞ্জ জেলায় প্রতি দিন অভিযান অব্যাহত রয়েছে।