মোঃ ফিরোজ আহমেদ,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৩০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক প্রদান করা হয়েছে।০৬ অক্টোবর ২০২৪ বুধবার উপজেলার বান্দাইখাড়া মধ্যপাড়া মক্তবে এ ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের আওতাধীন আত্রাই উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী কোরআনের আলোয় আলোকিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে উপজেলার বান্দাইখাড়া মধ্যপাড়া মক্তবে শিক্ষার্থীদের কোরআনের ছবক প্রদান উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন আত্রাই জেলার ফিল্ড সুপারভাইজার মুল্লিকা খাতুন।
সঞ্চলনায় হাফেজ সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ শিক্ষক ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।
প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা ইসলামিক ফাউণ্ডেশন থেকে আগত মাষ্টার টেইনার আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাছুমবিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন এমসি আত্রাই উপজেলা, মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক জিসি, মোঃ রেজাউল ইসলাম জিসি প্রমুখ।